কিভাবে DirectAdmin -এ ইমেইল আইডি তৈরি করব?
DirectAdmin এ লগিন এর পর “E-mail Manager” সেকশন থেকে “E-mail Accounts” এ ক্লিক করব।
“Email Accounts” পেজে আশার পর ডান পাশে “CREATE ACCOUNT” বাটনে ক্লিক করব।
এখন “Username” বক্সে ইমেইল নেমটি লিখতে হবে।
এর পর “Password” অপশন থেকে ইমেইলের জন্য Password সেট করে নিতে হবে।
এখন “E-mail Quota (MB)” এ উক্ত ইমাইলটি কতটুকু স্পেস ব্যাবহার করতে পারবে তা সেট করে দিতে পারি এবং সর্বশেষ ধাপে “CREATE ACCOUNT” বাটনে ক্লিক করব।
এভাবে আপনার হোস্টিং প্যাকেজ এ নিরর্ধারিত ওয়েবমেইল সংখক ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
এর পর ওয়েবমেইলে লগিন এর জন্য “your-domain.com/webmail” ভিজিট করে লগিন করা যাবে।
এছাড়াও DirectAdmin প্যানেল থেকেও তৈরি করা সকল মেইলে লগিন করা যাবে, এ জন্য নিচে দেখানু ছবির মত যে ইমেইলে লগিন করা প্রয়োজন হবে সেই মেইলের ডান পাসের বাটনে ক্লিক করলেই অটো লগিন হয়ে যাবে।
এর পর যদি ইমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করা দরকার হয় তবে নিচে দেখানু ছবির মত উক্ত ইমেইল অ্যাকাউন্টের একদম ডানে “+” বাটনে ক্লি করলে “Change Password/Username” অপশন পাওয়া যাবে।
এভাবে খুব সহজেই ইমেলের প্রয়োজনীয় পরিবর্তন করা যাবে।