কিভাবে ডোমেইন নেমসার্ভার আপডেট করব?
একটি ডোমেইন কোন হোস্টিং এর সাথে কানেক্ট করতে চাইলে প্রথমেই নেমসার্ভার আপডেট করার প্রয়োজন হবে। এই জন্য আমাদের যা করতে হবেঃ
শুরুতে যে হোস্টিং এ ডোমেইন অ্যাড করব সেই হোস্টিং এর নেমসার্ভার কি তা জানতে হবে, যদি না জানা থাকে তবে এখানে ক্লিক করুন।
সার্চ বক্সে সেই হোস্টিং এর ডোমেইন নেমটি লিখে সার্চ করুন।
এখানে নেমসার্ভার দেখা যাচ্ছে তা কপি করে নিব।
এখন যে ডোমেইনটি হোস্টিং এ অ্যাড করবো সেই ডোমেইন এর সেটিং থেকে নেমসার্ভার আপশনে গিয়ে (যে নেমসার্ভার কপি করলাম) ঐ নেমসার্ভার গুলি আপডেট করে দিব।
প্রথমে লিঙ্কহোস্ট এর ইউজার প্যানেলে লগিন করব, এর পর মেনু থেকে “Domains >My Domains” –এ ক্লিক করব। এখানে একাধিক ডোমেইন থাকলে লিস্টে দেখতে পাব। ডোমেইন লিস্ট থেকে নির্দিষ্ট ডোমেইনটির সেটিং বাটনে ক্লিক করব।
এখানে বাম পাসের মেনু থেকে “Nameservers” –এ ক্লিক করব। এর পর যদি “Use default nameservers” এই অপশন সিলেক্ট করা থাকে তবে “Use custom nameservers (enter below)” সিলেক্ট করে নিচের বক্সে একটু আগে কপি করে নিয়ে আসা নেমসার্ভার পেস্ট করব বা সেট করব, এর পর “Change Nameservers” বাটনে ক্লিক করে সেভ করব।
এভাবে আমরা ডোমেইনের নেমসার্ভার আপডেট করতে পারি, তবে আপডেট করার পর হোস্টিং এর সাথে কানেক্ট হতে ১০-১৫ মিনিট সময় লাগতে পারে অথবা সর্বোচ্চ ৭২ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।
*আপনি যদি লিঙ্কহোস্ট থেকে ডোমেইন নিয়ে থাকেন এবং নেমসার্ভার আপডেট করতে কোন প্রবলেম মনে করেন তবে সাপোর্ট টিকেট ওপেন করে জানালে আমাদের টিম এটা আপডেট করে দিবেন।