DirectAdmin -এ কিভাবে সাবডোমেইন তৈরি করব?

DirectAdmin-এ লগিন করার পর “Account Manager” সেকশন থেকে “Subdomain Management” এ ক্লিক করব।

এর পর নিচে দেখানু ছবির মত “ADD SUBDOMAIN” বাটনে ক্লিক করবো।

 

এখন “Subdomain” বক্সে যে নামে সাবডোমেইনটি তৈরি করতে চান তা লিখুন এবং  সব শেষে “ADD SUBDOMAIN”-এ ক্লিক করে নতুন সাবডোমেইন যুক্ত সম্পূর্ন করুন।

 

এভাবে আপনার হোস্টিং এ নির্ধারিত লিমিট সংখক সাবডোমেইন অ্যাড করতে পারবেন।