কিভাবে cPanel হোস্টিং-এ SSL Certificate আক্টিভ করব?

কিভাবে cPanel হোস্টিং-এ SSL Certificate আক্টিভ করব?

প্রথমে cPanel লগিন করে নিন, এর পর “SECURITY” সেকশন থেকে “Lets Encrypt SSL” -এ ক্লিক করুন।

 

 

সি-প্যানেলে যে কয়টি ডোমেইন অ্যাড করা থাকবে তা “Issue a new certificate” সেকশনে লিস্ট আকারে দেখা যাবে, সেই লিস্ট থেকে যে ডোমেইন এর জন্য SSL এক্টিভ করা প্রয়োজন হবে, লিস্ট এর ডানে “+ Issue” লিং -এ ক্লিক করতে হবে।

 

 

এর পর নিচে দেখানু চিত্রের মত পেইজ দেখা যাবে, এই পেইজ এর নিচে “Issue” ক্লিক করলেই এই ডোমেইন এর জন্য SSL এক্টিভ হয়ে যাবে।

 

 

* SSL ইসু করার পর কিছু সময় লেগে থাকবে সেই ডোমেইনে SSL প্রপারলি কাজ করতে বা “https://” সহ ভিজিট হতে।

এছাড়াও SSL এক্টিভ করতে কোন প্রবলেম হলে লিঙ্কহোস্টবিডি এর ইউজার প্যানেল থেকে সাপোর্ট টিকেট ওপেন করতে পারেন, আমাদের টেকনিক্যাল টীম উক্ত ডোমেইনে SSL এক্টিভ করে দিবে।

Leave a Reply