কিভাবে DirectAdmin-এ অটো লগিন করব?
DirectAdmin হোস্টিং প্যানেলে লগিন এর জন্য আমাদের প্রতিবার ইউজার ও পাসওয়ার্ড দিয়ে লগিন করতে হয়, যা অনেক সময় আমরা ভুলে যাই। এদিকে কয়েকবার ভুল ভাবে লগিন করার কারনে cPanel এ সিকিউরিটি সিস্টেম আমাদের আইপি বল্ক করে থাকে।
এই সব সমস্যা থেকে আমরা সহজেই মুক্তি পেতে পারি। লিঙ্কহোস্ট এর ইউজার প্যানেল থেকেই অটো DirectAdmin -এ লগিন করতে পারি।
সেই জন্য লিঙ্কহোস্ট -এ লগিন থাকা অবস্থাই মেনু থেকে Services > My Services মেনুতে ক্লিক করুন।
My Products & Services পেইজে আসলে দেখা যাবে আপনি যত গুলি সার্ভিস ব্যাবহার করছেন সেই লিস্ট। এই লিস্ট থেকে যে হোস্টিং এর DirectAdmin লগিন করা দরকার, সেখানে “Active” অপশনে ক্লিক করতে পারি।
এখন আমরা চলে এসেছি সেই হোস্টিং এর ডিটেইল পেইজে। এই পেইজে নিচে দেখতে পাব “Login to DirectAdmin“, এই বাটনে ক্লিক করলেই একটি নতুন পেইজ ওপেন হবে এবং DirectAdmin -এ অটো লগিন হবে।
এভাবে আমরা খুব সহজেই প্রতিবার হোস্টিং এর ইউজার পাসওয়ার্ড না দিয়েও লগিন করতে পারি।
*তবে অবশ্যই লিঙ্কহোস্ট এর ইউজার প্যানেলে লগিন করার পাসওয়ার্ড স্ট্রং রাখবেন।