সিপ্যানেল থেকে কিভাবে ফাইল রিস্টোর করব?

সিপ্যানেল থেকে কিভাবে ফাইল রিস্টোর করব?

প্রথমেই সিপ্যানেল লগইন করে নিবো এর পর “Files” সেকশন থেকে  “Acronis Backup” অপশনে ক্লিক করবো।

কিভাবে লিঙ্কহোস্ট এর ইউজার প্যানেল থেকেই সিপ্যেনেলে অটো লগিন করবেন তা জানতে এখানে ক্লিক করুন।

পরবর্তি পেইজে লাস্ট ১ মাসের ডাটা দেখতে পাবেন। যে তারিখের ডাটা রিকভারি করতে চাচ্ছেন ঐ তারিখের উপর ক্লিক করুন।

এখানে “Domains” অপশনে ক্লিক করুন।

এছারা ও এখানে থেকে আপনি নির্দিষ্ট ফাইল,ডাটাবেজ ,মেইবক্স এগুলোও রিকভারি বা ডাউনলোড করে নিতে পারবেন।

তারপর আপনি যে ডোমেইন এ রিকভার করতে চাচ্ছেন তা সিলেক্ট করে “Recover” বাটনে ক্লিক করুন।

রিকভার হতে কিছুক্ষন সময় লাগবে। কত সময় লাগবে, এটা নির্ভর করে আপনার সিলেক্ট করা ডোমেইন এর কত  ফাইল আছে এবং ফাইলের সাইজের উপর। ফাইল রিকভার হয়ে গেলে “Succeeded” লেখা আসবে।

 

এভাবে আপনি ডিলিট হয়ে যাওয়া যেকোন ফাইল ১ মাসের মধ্যে রিকভার করে নিতে পারবেন।