লিঙ্কহোস্ট এর ইউজার প্যানেলে কিভাবে লগিন করবো?

লিঙ্কহোস্ট এর ইউজার প্যানেলে কিভাবে লগিন করবো?

লিঙ্কহোস্ট থেকে আপনি যে সার্ভিস গুলা নিয়েছেন তার বিস্তারিত ইনফো দেখার জন্য ইউজার প্যানেলে লগিন করার প্রয়োজন হবে। এমন কি ডোমেইন হোস্টিং এর মেয়াদ কত দিন আছে তাও চেক করতে পারবেন।

 চলুন দেখে নেই কিভাবে ইউজার প্যানেল এ লগইন করতে হয়।

লিঙ্কহোস্ট এর ইউজার প্যানেল এ লগইন করার জন্য প্রথমে যেকোন ব্রাউজারে ঢুকে “linkhost.com.bdভিজিট করুন। এরপর কর্নারে “Login” বাটনে ক্লিক করুন।

অথবা ডিরেক্ট লগিন পেইজ ভিজিট করতে এখানে ক্লিক করুন

linkhost user login

এখন আপনার ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়ে “Login বটনে ক্লিক করুন।

( বিঃদ্রঃ অর্ডার করার সময় আপনি যে ই-মেইল এবং পাসওয়ার্ড দিয়েছিলেন ওটাই আপনার linkhost এর login ইনফো )

linkhost user login page

Login করার পর আপনার ড্যাসবোর্ড এইরকম আসবে। এইখানে থেকে আপনার ডোমেইন এবং হোস্টিং এর সকল access পাবেন। এবং সি-প্যানেল এ অটো লগইন করতে পারবেন।

linkhost user panel

যদি ইউজার প্যানেলের লগইন ইনফো ভুলে যান তাহলে এখানে ক্লিক  করুন।

সি-প্যানেল এ অটো লগইন কিভাবে করতে হয় তা জানতে এখানে ক্লিক করুন