কিভাবে ডোমেইন অর্ডার করব?
আপনি যদি লিঙ্কহোস্ট বিডি থেকে ডোমেইন অর্ডার করতে চান তবে লিঙ্কহোস্ট বিডির হোম পেইজ ভিজিট করুন এবং নিচে দেখানু ডোমেইন সার্চ বক্সে আপনার প্রয়োজনীয় ডোমেইন এর নামটি লিখে “SEARCH DOMAIN” বাটনে ক্লিক করুন।
এর পর ডোমেইনটি এভেইলেবেল থাকলে অর্ডার বা রেজিস্ট্রেশন করতে পারবেন।
এখানে দেখা যাচ্ছ ডোমেইনটি এভেইলেবেল আছে এবং প্রাইজ দেখা যাচ্ছে, এর পর “Add to Cart” বাটনে ক্লিক করুন।
- যদি একাদিক ডোমেইন এক সাথে অর্ডার করতে চাই তবে আবার সার্চ বক্সে ডোমেইনটি সার্চ করে “Add to Cart” বাটনে ক্লিক করতে হবে।
“Add to Cart” বাটনে ক্লিক করার পর “Checkout” বাটন দেখা যাবে সেখানে ক্লিক করুন।
এখন “Domain Configuration” পেইজ থেকে ডোমেইন এর জন্য অ্যাড-অন ও নেমসার্ভার সেট করে নিতে পারব, যদিও এই সকল অপশন ডোমেন রেজিস্ট্রেশন এর পরেও সংযোক্ত করা যাবে।
- DNS Management – ডোমেইনে বিভিন্ন রেকর্ড অ্যাড করার জন্য ব্যাবহার হয়, যেমন ব্লগারে ডোমেইন অ্যাড করার জন্য।
- ID Protection – ডোমেইন হোইজ সার্চে মালিক এর তথ্য হাইড করে থাকে।
- Email Forwarding – ব্রান্ড ইমেল ফরওয়ার্ড এর জন্য ব্যাবহার হয়।
- Nameservers – ডোমেইন এর সাথে হোস্টিং যোক্ত করতে ব্যাবহার হয়।
এর পর “Review & Checkout” পেইজ থেকে ডোমেইন নাম ঠিক আছে কিনা তা আবার চেক করে নিব সেই সাথে ডোমেইন এর বর্তমান ফি ও রিনিউ ফি দেখা যাবে, সব ঠিক থাকলে “Checkout” বাটনে ক্লিক করুন।
“Checkout” পেইজে ডোমেইন রেজিস্ট্রেশন এর জন্য তথ্য দিতে হবে, সেই সাথে লিঙ্কহোস্ট বিডিতে আপনার একটি ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। তবে আপনি যদি লিঙ্কহোস্ট বিডির একজন গ্রাহক হয়ে থাকেন তবে “Already Registered” বাটনে ক্লিক করুন।
এখানে “Existing Customer Login” সেকশনে ইউজার ইনফো হিসেবে ইমেইল এবং পাসওয়ার্ড দিতে হবে।
এর পর “Payment Details” সেকশনে পেমেন্ট অপশন সিলেক্ট করুন।
এর পর “I have read and agree to the Terms of Service” বক্সে টিক দিয়ে “Complete Order” বাটনে ক্লিক করতে হবে।
আপনি যদি অনলাইন পেমেন্ট সিলেক্ট করে পেমেন্ট সম্পূর্ণ করেন তবে তখনি ডোমেইন ওটো রেজিস্ট্রেশন হয়ে যাবে।