কিভাবে DirectAdmin হোস্টিং-এ SSL Certificate আক্টিভ করব?

কিভাবে DirectAdmin হোস্টিং-এ SSL Certificate আক্টিভ করব?

কেন দরকার?

প্রথম অবস্থায় আমরা যে পরিবর্তনটি লক্ষ করি তা হচ্ছে আমাদের ওয়েব সাইট এর লিং এর আগে http:// পরিবর্তে https:// দেখতে পাই। এর পূর্ণ রুপ হল “Hypertext Transfer Protocol Secure”। সহজ ভাবে বল্লে আমাদের ওয়েব ডাটা গুলো সিকিউরলি ট্রান্সমিট করায় SSL Certificate। গুগল র‍্যাঙ্কিং এর জন্য খুব গুরুত্ব পূর্ণ SSL Certificate

কিভাবে আক্টিভ করব?

প্রথমে হোস্টিং এর কন্ট্রোল প্যানেলে লগিন করুন। এর পর “Account Manager” সেকশন থেকে “SSL Certificates” –এ ক্লিক করব।

এখন বামথেকে প্রথম অপশনটি “Get automatic certificate from ACME Provider” সিলেক্ট করব।

এর পর লিস্টে থেকে ডোমেইন সিলেক্ট করতে হবে।

সাব-ডোমেইনের জন্য SSL Certificate আক্টিভ করতে হবে, যদি সাব ডোমেইন থাকে তবে ডোমেইন এর সাথে সাব ডোমেইন গুলি সিলেক্ট করে দিতে হবে।

এর পর “SAVE” বাটনে ক্লিক করে SSL Certificate আক্টিভ সম্পূর্ণ করব।

Leave a Reply