কিভাবে ডোমেইনে DNS Management ব্যাবহার করব?
এখন আমারা লিঙ্ক হোস্ট বিডি এর ইউজার প্যানেল থেকে ডোমেইনের জন্য DNS Management অপশন ইনেবল করব।
DNS Management কেন দরকার হয়?
বিভিন্য টাইপের রেকর্ড অ্যাড করার জন্য আমাদের DNS Management অপশন দরকার হয়ে থাকে।
প্রথমে লিঙ্ক হোস্ট বিডি এর ইউজার প্যানেলে লগিন করব। এর পর মেনু থেকে “Domains >My Domains –এ ক্লিক করব। ডোমেইন লিস্ট থেকে নির্দিষ্ট ডোমেইনটি ওপেন করব।
এখন মেনু থেকে “Addons” –এ ক্লিক করব। এখানে “DNS Host Record Management” টি আক্টিভ করব। বলে রাখা ভাল যে লিঙ্ক হোস্ট বিডি তে “DNS Management” সার্ভিসটি সম্পুর্ন ফ্রি। আক্টিভ করার জন্য “Buy Now for BDT 0.00TK” এই বাটনে ক্লিক করব।
এবং শেষ ধাপে “Buy Now for BDT 0.00TK/Year” -এ ক্লিক করে “DNS Management” সার্ভিসটি যুক্ত করুন।
এছাড়াও আমরা ডোমেইন রেজিস্ট্রেশন করার সময় আমরা “DNS Management” সার্ভিসটি অ্যাড করে নিতে পারি। এই জন্য ডোমেইন অর্ডার করার সময় “Domain Configuration” সেকশন থেকে “DNS Management” সার্ভিসটি সিলেক্ট করে দিন।
এভাবে আপনার ডোমেনের জন্য “DNS Management” সার্ভিসটি যুক্ত করতে পারেন।
*আপনি যদি লিঙ্ক হোস্ট বিডির গ্রাহক হয়ে থাকেন তবে উক্ত সেবার জন্য হেল্প ডেস্কে যুগাযুগ করতে পারেন, আমাদের সাপোর্ট টিম সার্ভিসটি যুক্ত করে দিবে।