কিভাবে ইমেইল আইডি তৈরি করব?
cPanel এ লগিন এর পর “Email” সেকশন থেকে “Email Accounts” এ ক্লিক করব।
“Email Accounts” পেজে আশার পর ডান পাশে “CREATE” বাটনে ক্লিক করব।
এরপর যদি উক্ত হোস্টিং অ্যাকাউন্ট একাধিক ডোমেইন হোস্ট করা থাকে তবে “Domain” অপশন থেকে সিলেক্ট করে নিব। ডোমেইন সিলেক্ট করার পর “Username” বক্সে ইমেইল নেমটি লিখতে হবে। “Security” অপশন থেকে ইমেইলের জন্য Password সেট করে নিতে হবে। এখন “Storage Space” এ উক্ত ইমাইলটি কতটুকু স্পেস ব্যাবহার করতে পারবে তা সেট করে দিতে পারি এবং সর্বশেষ ধাপে “+CREATE” বাটনে ক্লিক করব।
এভাবে আপনার হোস্টিং প্যাকেজ এ নিরর্ধারিত ওয়েবমেইল সংখক ইমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।