আপনার ওয়েবসাইটি কতটা নিরাপদ?

আপনার ওয়েবসাইটি কতটা নিরাপদ?

প্রযুক্তি নির্ভর এই পৃথিবীতে বলতেগেলে সব কাজই এখন অনলাইনে করা সম্ভ। এটি সম্ভব হয়েছে ওয়েবসাইট এর কল্লানে। সেবা দানকারি প্রতিষ্ঠান গুলি এখন তাদের সেবা দিছে ওয়েবসাইট এর মাধ্যমে। গ্রাহক তার নিদিষ্ট সেবাটি এখন ঘরে বসেই পাচ্ছে।  যেমন  Link Host BD থেকে ওয়েব সাইট এর জন্য Domain, Hosting এবং প্রয়োজনীয় সকল সার্ভিস একজন গ্রাহক ঘরে বসেই অর্ডার করতে পারেন শেই সাথে অনলাইনে পেমেন্ট করে সাথে সাথে উক্ত সার্ভিসটি বুজে নিতে পারছে। নিত্ত দিনে এমন অশক্ষ সেবা আমরা ঘরে বসেই পাচ্ছি।

Online Service

দৈন্দিন প্রয়োজনে ওয়েবসাইট এর ব্যাবহার বেরেই চলেছে। সেই সাথে বেরেছে হ্যাকারদের দউরাত্ত যারা ওয়েবসাইট এর গুরুত্বপূর্ণ  তথ্য হাতিয়ে নিচ্ছে এমনকি ওয়েবসাইটি বিকল করে দিছে। যার  ফলে মানুষ অনলাইনে সেবা নিতে বিরম্ভনাই পরছে।  এর প্রধান কারন হচ্ছে ওয়েবসাইট এর মাণ বা দুর্বলতা।

জরিপে দেখা গেছে পৃথিবীতে মূট ওয়েবসাইট এর এক ত্রিতিংশতেই ব্যাবহার করা হয় WordPress। যেহেতু সর্বাধিক ব্যবহারকৃত CMS হচ্ছে WordPress শেই সাথে সর্বাধিক হ্যাকিং এর শিকার-ও হয় WordPress। বিষয়টি পরিষ্কার যে, বেশি সংখক ব্যাবাহার কারি থাকাই হ্যাকারদের নজর সব সময় বেশি।

তাহলে কি WordPress দিয়ে ভাল/Secure ওয়েবসাইট তৈরি করা সম্ভব না?

অবশ্যয় সম্ভব, যে কোন CMS দিয়ে ওয়েবসাইট তৈরি করেও সেখানে জুকি থাকতে পারে যদি ওয়েবসাইটে ত্রুটি থাকে।

আশুন তাহলে আজ WordPress এর Security নিয়ে কথা বলা জাক।

প্রথমেই নিশ্চিত হতে হবে আপনি যে প্রতিষ্ঠানে আপনার ওয়েবসাইটি হোস্ট করবেন তা কতটা নিরাপদ। এখানে বলে রাখা ভাল যে Link Host BD বিগত ৬ বছর ধরে সুনাম এর সাথে সেবা দিয়ে আসছে এবং ওয়েবসাইট এর নিরাপত্তাই তাদের সুদক্ষ টিম সর্বোচ্চ গুরুর্ত দিয়ে থাকে।

Wordpress Security

WordPress ব্যাবহারে বাকি যে বিষয় গুলি খেয়াল রাখতে হবে তা হচ্ছেঃ

প্রতিনিয়ত WordPress এর ভার্শন এবং Theme & Plugin আপ-টু-ডেট রাখতে হবে।

Deactivate Plugin ডিলেট করে ফেলতে হবে।

Plugin install এর আগে WordPess থেকে Tested কিনা তা দেখে নিতে হবে

WordPress –এ User Name এবং Passwor সঠিক ভাবে নির্ধারণ করা খুবই গুরুত্ব পূর্ন।

যেমন অনেকে User Name এবং Passwor হিসেবে “admin” ব্যবহার করে থাকে যা একদমই ঠিক না।

সর্বনিন্ম ৮ ডিজিট এবং Password টি স্ট্রং কিনা তা নিশ্চিত করতে হবে।

উক্ত বিষয় গুলি মেনে চল্লেও ওয়েবসাইট হ্যাকিং এর হাত থেকে অনেকটা রক্ষা করা সম্ভ।

Leave a Reply